About Me

My photo
Hi, this is Arif and welcome to my blog. I am an animator (2D), illustrator, and animation generalist.

Thursday, June 13, 2019

প্রাউড মামা মোমেন্ট


ভালো লাগার মত কাহিনী, আমার ভাগ্নি ডাক্তার হয়েছে আর এখন নিজের এলাকায় একটা ছোট চেম্বারে রোগী দেখা শুরু করেছে। নিজের প্রথম উপার্জন নিয়ে খুবি উৎসাহী সে, দিন শেষে ও বাড়ি ফিরলে জিজ্ঞাসা করলাম কেমন গেল প্রথম দিন। দেখা গেল সে দাতা হাতেম তাই এর মত নিজের পকেটের কথা চিন্তা না করে উল্টা নিজের পকেট হাল্কা করে রোগির দেখভাল করে এসেছে। প্রাউড মামা মোমেন্ট।


No comments:

Post a Comment