About Me

My photo
Hi, this is Arif and welcome to my blog. I am an animator (2D), illustrator, and animation generalist.

Sunday, October 27, 2019

Critical Mess- সংকটপূর্ণ বিশৃঙ্খলা II

Critical Mess- সংকটপূর্ণ বিশৃঙ্খলা
সিম্বাকে যখন উঁচু করে সমগ্র বনের পশুদের সামনে তুলে ধরা হয়েছিল, তখনই যদি শিকারির বুলেট তাকে খুঁজে পেত তাহলে কেমন হত আপনার 'লায়ন কিং' দেখার অভিজ্ঞতা?
বিশ্বজুড়ে হাজার হাজার প্রজাতির লক্ষ লক্ষ স্বতন্ত্র প্রাণীকে ব্যাপক সংখ্যায় তাদের আবাসস্থল থেকে হত্যা করা বা বন্দী করা হচ্ছে। এখন থেকে এক ঘন্টা পর অন্য একটি প্রজাতি আমাদের এই গ্রহ থেকে অদৃশ্য হয়ে যাবে।
ছবির বর্ণনায় আপনি খুঁজে পাবেন কিছু গুরুত্বপূর্ণ লিংক যা আপনাকে জানাবে কিভাবে আপনি সম্পৃক্ত হবেন প্রানী রক্ষায়ঃ
https://www.wcs.org/ - বাংলাদেশের বন্য প্রাণী রক্ষায় এরা পদক্ষেপ নেয়।
https://www.traffic.org/ - বন্য প্রানী বাজারজাত করন মনিটর করে।
Obhoyaronno - Bangladesh Animal Welfare Foundation​ - নন প্রফিট সংগঠন যারা পশু পাখিদের পাশে দাঁড়ায়, আপনি কোন পশুপাখি সংক্রান্ত ঘটনার মুখোমুখি হলে এদের সহায়তা পাবেন।
Creative Conservation Alliance​- বাংলাদেশের ফ্লোরা/ ফউনা নিয়ে আপনাকে অবহিত করবে।
Preserve The Earth​- অ্যাডভোকেসি সংগঠন
https://en.wikipedia.org/wi…/Category:Reptiles_of_Bangladesh
- বাংলাদেশের সরীসৃপ-এর তালিকা, জানতে পারবেন এরা কে, কে বিষাক্ত আর কে নয়।
http://www.bforest.gov.bd/ বাংলাদেশ বন বিভাগ।


No comments:

Post a Comment